ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৪, ২৬ এপ্রিল ২০২০

গ্রেফতারকৃত নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম

গ্রেফতারকৃত নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম

পুলিশের উপর হামলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে (৫২) গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অন্তর আলীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার গোকর্ণ ইউনিয়নের তিতাস নদীর পাড়ে ধান মাড়াইকে কেন্দ্র করে সূচীউড়া গ্রামের নাগরের গোষ্ঠি ও বড়বাড়ির গোষ্ঠির লোকজনের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দয়িত্বরত পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এতে ৬ পুলিশসহ ৬৫ জন আহত হন। এ সময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এসআই নজরুল ইসলাম খন্দকার বাদি হয়ে ৫৮ জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে এ মামলায় আনোয়ার পাঠান নামে অপর আসামীকে গ্রেফতার করা হয়। 

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান জানান, পুলিশের উপর হামলার ঘটনায় আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি