ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে বসতঘরে অগ্নিকাণ্ড; দগ্ধ হয়ে নারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৭, ২৬ এপ্রিল ২০২০

অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্থ ঘর- একুশে টেলিভিশন

অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্থ ঘর- একুশে টেলিভিশন

গাজীপুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ির ৬ টি ঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে আছমা আক্তার নামে এক মানসিক প্রতিবন্ধী নারী মারা যান। রোবববার গভীর রাতে শ্রীপুর উপজেলার দারোগাচালা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 

স্থানীয়রা জানান, আব্দুল কাদিরের টিনশেডের একটি ঘরে হঠাৎ আগুন লাগে। পরে মুহূর্তেই পাশের মাটি ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে আব্দুল কাদেরের ৬টি ঘর পুড়ে যায়। তার মানসিক প্রতিবন্ধী মেয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি