ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ২৬ এপ্রিল ২০২০

ফেনীর দাগনভূঁইয়া ম্যাপ

ফেনীর দাগনভূঁইয়া ম্যাপ

ফেনীর দাগনভূঁইয়ায় জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে দাগনভূঁইয়া পৌরশহরের নামার বাজার এলাকার একটি ভাড়া বাসায় তার মৃত্যু হয়। 

ওই ব্যক্তির গ্রামের বাড়ি একই উপজেলার ৪নং রামনগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে। ফেনী শহরের তার একটি চা দোকান ছিলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত জানান, নিহত ব্যক্তি কিছুদিন থেকে অসুস্থ ছিলো বলে জানা গেছে। তাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে তার বাড়িটিসহ পাশের দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। তাকে বিশেষ ব্যবস্থায় লাশ দাফন করা হবে। 

দাগনভূঁইয়া পৌর মেয়র ওমর ফারুক খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি জ্বর, সর্দিকাশি, গলাব্যথাসহ করোনা উপসর্গ নিয়ে কিছুদিন থেকে খুব অসুস্থ ছিলেন বলে তার পরিবার থেকে জানা যায়। নিহতের পরিবার বিষয়টি নিয়ে ঢাকা আইডিসিআর এর স্বাস্থ্যবিভাগের সাথে একাধিকবার যোগাযোগ করলেও তারা ফোন ধরেন নি। এমনকি স্থানীয় স্বাস্থ্য বিভাগকে ব্যপারটি জানালেও তার নমুনা সংগ্রহসহ দ্রুত চিকিৎসারর ব্যবস্থা করেনি বলে নিহতের পরিবার অভিযোগ করেছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি