ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঝালমুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু

আসামির বাড়িতে চলছে লুটপাট, গ্রামছাড়া ৩০ পরিবার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ২৬ এপ্রিল ২০২০

লুটপাটের দৃশ্য

লুটপাটের দৃশ্য

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝালমুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষে আহত রজব আলীর (২০) মৃত্যুর পর সাবেক ইউপি সদস্য করিমকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা ইছুব আলী। এতে গ্রাম ছেড়ে পালিয়েছে ৩০ পরিবারের মানুষ। এই সুযোগে প্রতিপক্ষের বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

আসামি পক্ষের দাবি, গত ১৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় রজব আলীর মৃত্যুর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই তাদের বাড়িতে হামলা ও লুটপাট শুরু করে। পুলিশের কাছে লুটপাটের বিষয়ে মামলা করতে চাইলে পুলিশ মামলা নিচ্ছে না। 

এদিকে কৌশলে বিবাদী পক্ষের লোকজন আসামি পক্ষের লোকদের বাড়ি পাহারার ব্যবস্থা করেছে। সারাদিন পাহারা দিয়ে রাতে আসামি পক্ষের লোকদের বাড়িতে লুটপাট চালায়। এছাড়াও বাড়িতে মানুষজন না থাকায় তাদের পাকা ধানের ফসলও কেটে নিয়ে যাচ্ছে।

নিহতের বাবা ইছুব আলী বলেন, আমাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যে। আমাদের পক্ষের কোন লোক লুটপাট করেনি। বরং তাদের ঘরের সকল মালামাল নিজেরাই সরিয়ে নিয়ে গেছে। তাদের মালামাল রক্ষা করার জন্য আমরা সারারাত পাহারা দেই।

সরেজমিন ঘুরে জানা যায়, যুবকের মৃত্যুর খবরটি গ্রামে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে আসামি পক্ষের ৩০টি পরিবারের নারী-শিশুসহ শতাধিক মানুষ গ্রাম ছেড়ে পালিয়েছে। তাদের ঘরবাড়ি অরক্ষিতভাবে পড়ে আছে। ওই পরিবারগুলোর পাকা ধানও পড়ে আছে মাঠে। যা থেকে ৫ বিঘা ধান কেটে নিয়ে গেছে নিহতের পরিবারের লোকজন। তাদের ঘরের ভেতর নেই কোন জিনিসপত্র। চারদিকে দেখা গেছে তালাবদ্ধ ঘর আর নিঃস্তব্ধতা।

কথা হয় আসামি পক্ষের ফারজানা আক্তারের সাথে। একটি হত্যাকাণ্ডকে পুঁজি করে চলে লুটপাট। ৩০ পরিবারের ৪০টি গরু, ৬টি ষাঁড়, প্রায় ২০০ হাঁস-মুরগি, ৫ বিঘা জমির পাকা ধান ও বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে গেছে নিহতের পরিবারের স্বজনরা। তাদের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে শিশুসহ প্রায় শতাধিক নারী-পুরুষ। এমনই অভিযোগ ওই নারীর।

চাতলপাড় ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রজব আলী। তারপর এলাকায় উত্তেজনা বিরাজ করে। তবে লুটপাটের কোন ঘটনা আমার জানা নেই।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে একটি হত্যাকান্ড ঘটে। আমরা মামলা নিয়েছি। দুজন আসামিও গ্রেপ্তার হয়েছে। যারা খুন করেছিল তাদের বাড়িঘর লুটপাট হয়েছে এমন সংবাদ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামে দুই বন্ধু মধ্যে ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পরে ১৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় রজব আলী।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি