ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২২, ২৬ এপ্রিল ২০২০

করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে জেলা শহরের স্থানীয় কাউতলী স্টেডিয়াম মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে ৭৫ জন প্রতিবন্ধীর পরিবারের কাছে প্রত্যেককে ১০ কেজি চালসহ ডাল, ছোলা, চিনি, আলু ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, ড্রিম ফর ডিসএ্যাবিলিটির প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্না, ব্যবসায়ী আব্দুল মালেক প্রমুখ। 

এসময় জেলা প্রশাসক মো. হায়াৎ উদ দৌলা খান জানান, আমরা এই করোনা সংকটে প্রতিবন্ধী পরিবারের প্রতি খেয়াল রাখছি, এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। 
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি