গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ৩ কারখানায় বিক্ষোভ
প্রকাশিত : ১৬:৩৩, ২৬ এপ্রিল ২০২০
গাজীপুরে আজও বকেয়া বেতনের দাবীতে মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তিনটি পোশাক কারখানার শ্রমিকরা।
গাজীপুরের ভোগড়া এলাকার স্টাইলিস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবীতে আজ সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহা সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছে । এতে করে সড়কে চলাচল কারী জরুরী যানবাহন বন্ধ হয়ে যায় ।
শ্রমিকরা জানায়, আজ তাদের বেতন দেয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ কোন প্রকার আগাম নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেয়। সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার গেইটে তালা দেখতে পায় ।
শ্রমিকরা বলছেন কারখানা কর্তৃপক্ষ গত তিনমাস যাবৎ তাদের বেতন দেয়ার কথা বলে টালবাহানা করে আসছে । অবশেষে আজ বেতন দেয়ার শেষ দিন থাকলেও কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করেনি ।এদিকে সালনা এলাকায় একটি ও টঙ্গীর সাতাইশ এলাকায় আরো একটি পোশাক কারখানায় শ্রমিকরা সকাল থেকেই বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ পালন করছে ।
আরকে//
আরও পড়ুন