ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাদক ব্যবসায় বাধা দেয়ায় নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে জখম

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৫, ২৬ এপ্রিল ২০২০ | আপডেট: ১৭:৩০, ২৬ এপ্রিল ২০২০

কুমেক হাসপাতাল

কুমেক হাসপাতাল

কুমিল্লা নগরীর চম্পকনগরে মাদক ব্যবসায় বাধা দেয়ায় বাড়িতে হামলা, মাইক্রোবাস ভাংচুর, নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসী রিয়াজ বাহিনী। আহত ৩ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে, অপর ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মামলাসূত্রে জানা যায়, মাদক ব্যবসায় বাধা দেয়ায় শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সন্ত্রাসী একাধিক মামলার আসামি গাজী রিয়াজ মাহমুদের নের্তৃত্বে শতাধিক লোকের একটি দল নগরীর চম্পকনগরের হাজী গোলাম রসুলের বাড়িতে হামলা চালিয়ে ৩টি মাইক্রো, ৮টি সিএনজি চালিত অটোরিক্সা ও দরজা জানালা ভাংচুর করে। এ সময় তাদের বাধা দিলে ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। 

এ ব্যাপারে হাজী গোলাম রসুল বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ১৩ জনের নামসহ অজ্ঞাত ১৯/২০ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি