নাটোরে একদিনে সর্বোচ্চ ৬০ জনের নমুনা সংগ্রহ
প্রকাশিত : ১৭:২৯, ২৬ এপ্রিল ২০২০
নাটোরে একদিনে সব্বোর্চ্চ ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার ওই ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে ।
নতুন এই সব্বোর্চ্চ ৬০ জনের নমুনা সংগ্রহের সত্যতা নিশ্চিত করে নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, জেলায় গত শনিবার পর্যন্ত ২২৩ জনের জনের সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। এর মধ্যে ১৪৪ জনের রিপোর্ট নেগেটিভ। এক জনের নমুনা বাতিল হয়েছে। অবশিষ্ট ৭৮ জনের ফলাফল পেন্ডিং রয়েছে।
এদিকে প্রাতিষ্ঠানিক ৫ জন সহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৩ জন।
আরকে//
আরও পড়ুন