ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত ব্যক্তির মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:০১, ২৬ এপ্রিল ২০২০

জয়পুরহাট ম্যাপ

জয়পুরহাট ম্যাপ

Ekushey Television Ltd.

জয়পুরহাট সদর উপজেলার ডালিমবা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত বেলাল হোসেন রোববার (২৬ এপ্রিল) দুপুরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত বেলাল হোসেন সদর উপজেলার ডালিমবা গ্রামের সোলায়মান আলীর ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারভাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, নিহত বেলাল হোসেনের সাথে প্রতিবেশী চাচাতো ভাইদের দীর্ঘদীন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বেলাল হোসেন তার নিজ জমির ক্ষেতে যাওয়ার পথে প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে বেলাল মারা যান। 

এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি মামলা হলে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলেও ওসি জানান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি