গোয়ালন্দে বিআইডব্লিউটিসি’র ২ কর্মী করোনাক্রান্ত
প্রকাশিত : ২১:৩৬, ২৬ এপ্রিল ২০২০ | আপডেট: ২১:৪৬, ২৬ এপ্রিল ২০২০
দৌলতদিয়া ঘাটে স্বাস্থকর্মীরা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দুই কর্মী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১০ জন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-এর বরাত দিয়ে রাজবাড়ীর স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (২৬ এপ্রিল) শনাক্ত হওয়া এই দুই জনের একজন ছুটিতে টাঙ্গাইল নাগরপুর ও অন্যজন চট্টগ্রামের নিজ বাড়িতে গিয়েছেন বলে জানা গেছে। তাদেরকে হাসপাতালে ভর্তির উদ্যোগ নিয়েছে প্রশাসন।
এদিকে ২৬ এপ্রিল দুপুর পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী জেলায় ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী ১০ জন। আক্রান্ত একাধিক ব্যক্তি আছেন যাদের এক থেকে চারবার নমুনা পরীক্ষা করা হয়েছে।
রাজবাড়ী সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, রোববার পর্যন্ত ২২৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। আক্রান্তদের মধ্যে পাংশা ও বালিয়াকান্দির ২ জন এখনও চিকিৎসাধীন। বাকী ৬ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। গোয়ালন্দের আক্রান্ত নতুন ২ রোগীকে হাসপাতালে ভর্তির উদ্যোগ নিয়েছে প্রশাসন।
এনএস/
আরও পড়ুন