ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৫ দিনের শিশুর প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৪, ২৬ এপ্রিল ২০২০

নিহত সেই শিশু -ছবি একুশে টিভি।

নিহত সেই শিশু -ছবি একুশে টিভি।

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে এক সড়ক দুর্ঘনায় ৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিটিসি) এর সামনে এক ঘাতক ট্রাকের ধাক্কায় মারা যায় শিশুটি।

শিশুটির বাবার নাম হাফিজুল ও মায়ের নাম তাসলিমা বেগম। হাফিজুল পেশায় দিনমজুর। তাদের বাড়ি সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোংগাখাতা গ্রামে। এটি ছিলো তাদের দ্বিতীয় সন্তান (ছেলে)। এর আগে এ দম্পতির এক সন্তান গর্ভেই মারা যায়। পরে অপারেশন করে সেই মৃত সন্তানকে বের করা হয়।

জানা যায়, গত ২২ এপ্রিল শহরের রহমান ক্লিনিকে একটি পুত্র সন্তানের জন্ম দেয় তাসলিমা বেগম। রোববার ৫ দিনের মাথায় ক্লিনিক থেকে শিশুটিকে নিয়ে তার বাবার বাড়ি সালন্দর ইউনিয়নের বিলপাড়া গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে একটি ট্রাক তাদের বহনকৃত অটোটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শিশুটি। পরে শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয় স্থানীয়রা।

হাসপাতালে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেলে নেয়ার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু শিশুটির বাবা অত্যন্ত গরীব হওয়ায় বিভিন্ন জনের কাছে চাঁদা তুলে এ্যাম্বুলেন্স ভাড়া করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে ঘণ্টা দুয়েক দেরী হয়ে যায়। পরে রংপুরে যাওয়ার পথেই শিশুটি মারা যায়। এ ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ঘাতক ট্রাকটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি