ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শেরপুরে শ্রমজীবিদের খাদ্য দিলেন হুইপ আতিউর রহমান 

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৬, ২৬ এপ্রিল ২০২০

শেরপুর সদর উপজেলার বিভিন্ন শ্রমজীবি সংগঠনের শ্রমিকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪ শত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করলেন হুইপ আতিউর রহমান আতিক। আজ রোববার সকালে শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব খাদ্য বিতরণ করেন। 

ইলেক্ট্রিশিয়ান, টাইল্স, টিউবওয়েল মিস্ত্রি শ্রমিকসহ শ্রমজীবি মানুষের হাতে তিনি ৫ কেজি করে চাল ও আলু তুলে দেন। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকরুল মজিদ খোকন, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামীম হোসেন, উপ-সাংগঠনিক সম্পাদক বিনয় সাহা ও হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি উপস্থিত ছিলেন। 

এর আগে হইপ আতিক গতকালও (শনিবার) বিভিন্ন শ্রমজীবি সংগঠনের ৪ শত শ্রমিকদের হাতে ত্রাণ তুলে দেন।

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি