বেতনের দাবিতে আজও উত্তাল গাজীপুর
প্রকাশিত : ১২:৫৪, ২৭ এপ্রিল ২০২০
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকাল থেকে বাইপাসের ভোগড়া এলাকার স্টাইলিস পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা আশেপাশের বিভিন্ন কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় বিভিন্ন কারখানার কয়েকজন শ্রমিক আহত হন।
পরে বেলা ১১টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে যায়। এর আগে গতকালও একই দাবিতে লকডাউন উপেক্ষা করে আন্দোলন করেন শ্রমিকরা।
এআই/
আরও পড়ুন