ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

করোনায় প্রবাসীর মৃত্যু: স্ত্রী-সন্তানের পর ভাইও আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২০, ২৭ এপ্রিল ২০২০ | আপডেট: ১৪:২৭, ২৭ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর পরিবারে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রির্পোটে ওই  প্রবাসীর আরেক ছোট ভাইয়ের শরীরে করোনা পজেটিভ এসেছে। এর আগে প্রবাসীর স্ত্রী, একমাত্র কন্যা ও ছোট দুই ভাইয়ের করোনা সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে তার পরিবারে ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদেরকে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তাকেও নেয়া হয়েছে আইসোলেশনে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি