ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় করোনা শনাক্তকরণ ল্যাব চালু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ২৭ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লায় চালু করা হলো করোনা শনাক্তকরণ ল্যাব। জেলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এ পিসিআর মেশিন খোলা হয়েছে। 

আজ সোমবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এর উদ্বোধন করেন। 

এসময়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ, হাসপাতালের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার নিয়াতুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

সাংসদ বাহাউদ্দিন বাহার বলেন, ‘ল্যাবরেটরির কিছু জিনিষপত্র সংগ্রহ করতে হবে। এগুলো সংগ্রহ শেষে আগামী বুধবার থেকে করোনা ভাইরাস পরীক্ষা করা শুরু হবে। আগামী কয়েকদিনের মধ্যে ৫০০ শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের কিছু যন্ত্রপাতি স্থাপন শেষে কয়েকদিনের মধ্যেই কোভিট-১৯ হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে।’ 

মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান, ‘এই ল্যাবরেটরিতে দুই শিফটে নমুনা পরীক্ষা করা যাবে। প্রতি শিফটে ৯০ থেকে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। ফলাফল ঢাকায় প্রেরণ করা হবে। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে ফলাফল।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি