ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৬, ২৭ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেমসহ অসহায় ও কর্মহীন হয়ে পড়া তিন'শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে শহরতলীর বিরাসারে ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মিজান আনসারীর উদ্যোগে দেয়া ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, খেজুর, আটা, ডাল, আলু, ট্যাং, বেশনসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। 

এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামিসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ইফতার সামগ্রী বিতরণকালে কাউন্সিলর মিজান আনসারী জানান, দেশের এই সংকটকালীন সময়ে অসহায়দের পাশে দাড়াতে সমাজের বিত্তবানদের উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহন করা হয়েছে এবং তা চলমান থাকবে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি