ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে যুবকের লাশ উদ্ধার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৪২, ২৭ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জে অনিক লরেন্স গমেজ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের বালিডিওর গ্রামের গাবরিয়াল গমেজের ছেলে।

নিহতের বাবা গাবরিয়াল গমেজ জানান, পারিবারিক কলহের জেরে সোমবার দুপুরে অনিক তার রুমে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। অনেকক্ষণ দরজা না খোলায় আমরা দরজা ভেঙে রুমের ভেতরে প্রবেশ করি। এ সময় অনিককে গলায় রশি পেঁচানো নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে আমরা পুলিশে খবর দেই।
 
এঘটনায় নবাবগঞ্জ থানার এসআই শাহাদাত হোসেন বলেন,খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি