ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৯, ২৭ এপ্রিল ২০২০

বাগেরহাটের মোল্লাহাটে বিভিন্ন সম্প্রদায়ের অসহায় ও কর্মহীন দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন। এসময় চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকে হায়দার মামুনসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন বলেন, করোনা পরিস্থিতিতে সব কিছু স্থবির হয়ে পড়েছে। এই অবস্থায় যারা দিন আনে দিন খায় তারা খুব বিপাকে পড়েছে। তাই উপজেলার মালো, চা বিক্রেতা, নির্মান শ্রমিক, রেষ্ট্রুরেন্ট শ্রমিকসহ কর্মহীনদের মাঝে আমরা খাদ্য সমাগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি