ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনা উপেক্ষা করে গাজীপুরমুখী শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৩৩, ২৮ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই কাজ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। কর্মস্থলে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও গাজীপুরে আসছেন অসংখ্য মানুষ। 

আজ মঙ্গলবার সকাল থেকে দলে দলে কাজে যোগ দিতে দেখা যায় শ্রমিকদের। কারখানার ভেতরে হাত ধোয়ার ব্যবস্থাসহ শারীরিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে কারখানা কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ ব্যবস্থা। 

করোনা ভাইরাসের হটস্পট ঘোষণার পরও থেমে নেই লোকসমাগম। এখনও শ্রমিকরা ট্রাকে, ভ্যান বা রিকশাসহ বিভিন্ন উপায়ে গ্রামের বাড়ি থেকে আসছেন। তাদের একসঙ্গে গাদাগাদি করে আসা এবং কারখানায় একসঙ্গে কাজ করায় করোনা ঝুঁকি থেকে যাচ্ছে।

শ্রমিকরা বলছেন, কারখানায় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা থাকলেও গণপরিবহন না থাকায় তাদের ভোগান্তি বেড়েছে।

এদিকে, লকডাউন অমান্য করে হাটবাজারে লোকজনের ভিড় দেখা গেছে। করোনা ছড়ানোর আশঙ্কার তালিকায় গাজীপুর তৃতীয় স্থানে থাকলেও সাধারণ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি।

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি