ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় ২ মাসের শিশু নিহত
প্রকাশিত : ১৩:০৮, ২৮ এপ্রিল ২০২০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বসতবাড়ির রাস্তা নিয়ে হামলার ঘটনায় ফারিয়া নামের ২ মাসের এক কন্যা শিশু মারা গেছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার গোকর্ন ইউনিয়নের গোকর্ণ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারিয়া বরিশালের রাজু মিয়ার মেয়ে। সম্প্রতি তার পরিবার নিয়ে শ্বশুড় শাহজাহান মিয়ার বাড়িতে বেড়াতে এলে লকডাউনের কারণে সেখানেই অবস্থান করছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কাবির মিয়ার পরিবারের সাথে প্রতিবেশী জসিম মিয়ার চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় জসিম ও কাবির মিয়ার স্ত্রী জ্যোৎস্নার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জসিম ১০/১৫ জন লোকসহ দেশিয় অস্ত্র নিয়ে জ্যোৎস্নার উপর হামলা চালায়। এ সময় জ্যোৎস্না হামলা থেকে বাঁচতে পাশের বাড়ির শাহাজান মিয়ার ঘরে আশ্রয় নেয়। সেখানেও তার উপর হামলা চালালে শাহজাহান মিয়ার স্ত্রীর কোলে থাকা দুই মাসের নাতনীর মাথায় আঘাত লাগে। এতে শিশুটির মৃত্যু হয়।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় ইমদাদ ও মুরসালিন নামের ২ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এআই/
আরও পড়ুন