ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে লিফটের নিচে পাওয়া গেল চিকিৎসকের লাশ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৫, ২৮ এপ্রিল ২০২০ | আপডেট: ১৬:৪২, ২৮ এপ্রিল ২০২০

মমতা স্পেশালাইজড হসপিটাল

মমতা স্পেশালাইজড হসপিটাল

বরিশালে ডা. এ কে আজাদ সজল নামে এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ (২৮ এপ্রিল) সকাল ১০টায় নগরীর কালিবাড়ি রোডস্থ মমতা স্পেশালাইজড হসপিটালের লিফট-এর নিচ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। 

ডা. এ কে আজাদ মমতা স্পেশালাইজড হসপিটালের একজন চিকিৎসক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বানারিপাড়ার সোহাগ গ্রামে।

জানা যায়, গতকাল (২৭ এপ্রিল) ওই প্রাইভেট হাসপাতালে ইফতার করার পর থেকেই ডা. এ কে আজাদ নিখোঁজ ছিলেন। আজ (২৮ এপ্রিল) সকাল ১০টায় লিফটম্যান এসে লিফটের নিচে তার মৃত্যুদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি