ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্দ্বীপে নৌ বাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ২৮ এপ্রিল ২০২০ | আপডেট: ১৬:৪৩, ২৮ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনা প্রতিরোধে সন্দ্বীপ উপজেলায় মাঠ পর্যায়ে কাজ করে করছে বাংলাদেশ নৌবাহিনী। বৈরী ঝড়ো আবহাওয়া উপেক্ষা করে লেঃ কমান্ডার কে এ নাবিল এর নেতৃত্বে স্বল্প আয়ের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। এই কার্যক্রম দেখে অবাক হয়েছে উপজেলার সাধারণ মানুষ।

সন্দ্বীপে ত্রাণ বিতরণের অংশ হিসেবে ধোপার হাট, শিবের হাট, কাজিপাড়া তেমাথা, বাংলাবাজার বেড়িবাঁধ ও সারিকাইত এলাকায় বিতরণ সম্পন্ন করে এনাম নাহার, বক্তারহাট, চৌমোহনী বাজার,মুন্সীর হাট, কালাপানিয়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয় নৌ বাহিনীর সদস্যরা। 

এরপর তাঁরা হরিশপুর ও সন্দ্বীপ পৌরসভা বিতরণ কাজ সম্পন্ন করেন বলে জানান বাহিনীর গোয়েন্দা শাখার অফিসার সুমন। 

এসময় লেফটেন্যান্ট কমান্ডার নাবিল জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ নৌ বাহিনী মার্চ থেকে সিভিল প্রশাসনকে সহায়তা করে আসছে। সন্দ্বীপে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ নৌ বাহিনীর নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। পাশাপাশি লোকজনকে সচেতন করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নিরলসভাবে সন্দ্বীপে কাজ করছে নৌ বাহিনীর সদস্যরা। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি