ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ওএমএসের আটা কম দেয়ার অভিযোগে জরিমানা

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪২, ২৮ এপ্রিল ২০২০

সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তরের ওএমএসের আটা ওজনে কম দেয়ায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে এ জরিমানা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, ‘ওএমএসের আটা বিক্রির সময় ওজনে কম দেয়া হচ্ছে ভোক্তাদের এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আবুল কালাম নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’
  
এসময় জিএমপির বাসন থানা পুলিশ, ও ৯ম পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি