ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কবিরহাটে ওবায়দুল কাদেরের পক্ষে ত্রাণ বিতরণ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৬, ২৮ এপ্রিল ২০২০

রমজান উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে নোয়াখালীর কবিরহাটে অসচ্ছলদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান অসহায়দের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ত্রমে ৯ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। 

কবিহরহাট পৌরসভার মেয়র বলেন, ‘করোনার কারণে এমনিতে মানুষ অনেক কষ্টে আছেন। আবার চলছে রোজা। তাই সাধারণ মানুষ যাতে কষ্টে না থাকে, সেজন্যই এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমী, কবিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হানিফসহ অনেকে। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি