ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রামপাল ও মোংলায় খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪১, ২৮ এপ্রিল ২০২০

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার আড়াই হাজার মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন ড. ফরিদুল ইসলাম। 

মঙ্গলবার সকালে রামপাল উপজেলার ফয়লা গ্রামের আড়াইশ কর্মহীন মানুষের বাড়িতে খাদ্য দ্রব্য পৌঁছে দেওয়া হয়। এর আগে রামপাল ও মোংলার সকল ইউনিয়নে আড়াই হাজার অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন নেতাকর্মীরা। 

বাগেরহাট ড. ফরিদুল ইসলাম বলেন, রামপাল ও মোংলা উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫৩টি ওয়ার্ডের দুই হাজার পাঁচ‘শ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। দেশের এই দুর্দিনে আমরা সবাই যদি নিজ নিজ এলাকার অসহায় মানুষের দায়িত্ব নেয় তাহলে এই দুর্যোগ মোকাবেলা করা অনেক সহজ হবে। 
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি