ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মসজিদ খোলা রাখার ঘোষণা দিলেন মেয়র জাহাঙ্গীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৩, ২৮ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস এর বিস্তার ঠেকাতে মসজিদে নামাজ না পড়ে ঘরে পড়ার কথা বলা হলেও গাজিপুরের মেয়র তার এলাকায় মসজিদ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুর মহানগরীতে মাত্র কয়েকটি এলাকায় করোনাভাইরাস (রোগী) রয়েছে। বাকিগুলো পাশের উপজেলাগুলোতে অবস্থান করছে। যেহেতু গাজীপুরের গার্মেন্টসগুলো খুলে দেওয়া হয়েছে, তাই এ রমজান মাসে এখন আর মসজিদে অল্প সংখ্যক মুসল্লিদের জন্য সীমাবদ্ধ রাখার কোনো প্রয়োজন নেই। শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজে মুসল্লিগণ অংশ নিতে পারবেন। এতে সিটি কর্পোরেশনের কোন বাধা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘যারা অসুস্থ নয় এবং যে সব ওয়ার্ডে করোনাভাইরাস পজেটিভ রোগী পাওয়া যায়নি, সে সব এলাকার মসজিদে যদি মুসল্লিরা নামাজ পড়তে চায়, তাহলে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা হবে না। তবে ওই সব এলাকায় যেন বাইরে থেকে কোনো লোক করোনার উপসর্গ নিয়ে আসতে না পারে, সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে।’

মেয়র জাহাঙ্গীর আরও বলেন, ‘গাজীপুরের গার্মেন্টস ও আশপাশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেহেতু খোলা হয়েছে, সেহেতু এ এলাকার মানুষকে আর বন্দি রাখা ঠিক হবে না। ওয়ার্ডভিত্তিক ধানকাটাসহ অন্যান্য কৃষিকাজ যেগুলো আছে, তা যেন তারা করতে পারে।’

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এক মাস লকডাউনের পর গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানা দুই দিন আগে খুলে দেওয়া হয়েছে।

তবে মসজিদে নামাজ আদায় নিয়ে সরকার ইমাম-মুয়াজ্জিনসহ ১২ জন মুসল্লি নিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবে বলে নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে বাইরের কেউ নামাজে অংশ নিতে পারবে না।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি