ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

কক্সবাজারের রামুতে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ২৯ এপ্রিল ২০২০ | আপডেট: ১০:১৬, ২৯ এপ্রিল ২০২০

কক্সবাজারের রামুতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ প্রকাশ খোরশেদ (৩০) নামে রোহিঙ্গা মাদককারবারি নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও ১টি মোটর সাইকেল এবং ১টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে বলে ডিবি পুলিশ দাবি করেছে।

নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক মানস বড়ুয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে একটি মোটরসাইকেল যোগে ইয়াবার চালান পাচার হচ্ছে। এসময় জেলা ডিবি পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল রামুর জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছলে তাকে থামানোর সংকেত দেয় পুলিশ। কিন্তু না থেমে সে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব ইয়াবাসহ তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।


এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি