ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শাহজাদপুরে শিশুকে জবাই করে হত্যা, মা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২, ২৯ এপ্রিল ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জোতপাড়ায় পারিবারিক কলহের জের ধরে শিশু সন্তানকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত ৮ মাসের শিশু বেলাল হোসেন কৃষি শ্রমিক মো. আব্দুল্লাহর ছেলে। ঘটনার পর পালিয়ে থাকা ঘাতক পাষন্ড মা মুক্তা খাতুনকে পুলিশ আটক করেছে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত ৫ বছর আগে জোতপাড়ার আব্দুল্লাহর সাথে মহারাজপুরের মুক্তার বিয়ে হয়। এরপর স্বামী মালয়শিয়া গিয়ে দেড় বছর আগে বাড়ি ফেরৎ আসে। এলাকায় কৃষি শ্রমিকের কাজ করে সংসার চলতো তাদের। এর মধ্যে শিশু ছেলে সন্তানের জন্ম হয়। 

মঙ্গলবার রাতে ধান কাটার জন্য অন্য জেলায় রওনা হলে স্ত্রী মুক্তা আব্দুল্লাহকে বাধা দেন। তা না মেনে বাড়ি থেকে বের হলে ক্ষোভে কোলের সন্তানকে জবাই করে হত্যার পর পালিয়ে যায়। খবর পেয়ে আব্দুল্লাহ ও বাড়ির লোকজন এসে লাশ দেখে থানায় খবর দেয় পরে পুলিশ এসে তা উদ্ধার করে। 

পরে বুধবার ভোর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক মা মুক্তা খাতুনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি