ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়া পৌর এলাকা লকডাউন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৩, ২৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

নাটোর জেলায় প্রথমবারের মতো ৮ জন করোনা সংক্রমিত হওয়ায় সিংড়া পৌর এলাকা এবং নাটোরের আগদিঘা ও গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন লকডাউন করেছে জেলা ও উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে নাটোরের স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে জেলার সিংড়া উপজেলায় ৫ জন, গুরুদাসপুর উপজেলায় ২ জন এবং সদর উপজেলায় ১ জন। গত ২২ ও ২৩ এপ্রিল সংগৃহিত নমুনায় এসব ধরা পড়েছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন সার্জন ডাক্তার মিজানুর রহমান।

নাটোরের সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো সকল ধরনের তথ্য পাওয়া যায়নি। আমি ঢাকা থেকে ইমেইলের অপেক্ষায় রয়েছি। ই মেইল এলেই বিস্তারিত বলা যাবে। তবে করোনা পজেটিভ এটা সত্য। আমাদের সংগ্রহীত নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছিল। রাজশাহী থেকে ঢাকায় এনআইএলএম ল্যাবরেটরীতে পাঠানো হয়। সেখান থেকেই আমাকে ফোনে জানানো হয়েছে করোনা পজিটিভ পাওয়ার বিষয়টি। আমরা ই- মেইল পেলেই সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি সংশ্লিষ্ট এলাকা লকডাউন করতে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি