ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৫, ২৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে গলায় ফাঁস দিয়ে আব্দুর রাজ্জাক (৬৫) নামের এক বৃদ্ধ আতœহত্যা করেছেন। তবে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ তাকে হত্যার পর দড়িতে ফাঁস দিয়ে ঝুলানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করেছেন। 

বুধবার দুপুরে হিলির পালপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত রিয়াজউদ্দিনের ছেলে।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, হিলির পালপাড়া নামক গ্রামে আব্দুর রাজ্জাক নামের এক ব্যাক্তি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এর পরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে, মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এমরহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছেনা এটি আতœহত্যা নাকি হত্যা। এর পিছনে অন্যকোন কারন আছে কিনা তা তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছেনা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি