ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় নকল পণ্য তৈরীর কারখানা সিলগালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১১, ২৯ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নাটাই গ্রামে নকল পণ্য তৈরীর কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। 

এ সময় ওই কারখানাটিকে সিলগালা করে মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানার ৩টি গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল মাল্টার জুস, সয়াবিন তেল, চা পাতাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। 
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই কারখানায় গিয়ে অভিযান চালানো হয়। পরে মালিককে ৫ লাখ টাকা জরিমানা ও কারখানাটিকে সিলগালা করা হয়েছে। 

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা সাহাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি