ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৫, ৩০ এপ্রিল ২০২০

নড়াইলে বজ্রপাতে ইয়াসিন শিকদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের উপজেলার ডুমুরতলা বিলে বোরো ধান কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি স্থানীয় বাসিন্দা লুৎফর সিকদারের ছেলে।

পাশের রঘুনাথপুরের রাসেল মোল্যাসহ স্থানীয়রা জানান, সকালে ডুমুরতলা বিলে ধান কাটতে যান ইয়াসিন। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে তিনি ধানকাটা বিরতি দিয়ে নিরাপদ আশ্রয় নেন। পরে আবার মাঠে গেলে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। 

রাসেল মোল্যা বলেন, ‘দুর্ঘটনায় আমি ‘৯৯৯’ নাম্বারে ফোন দিই। ওখান থেকে নড়াইল ফায়ার সার্ভিস স্টেশনে সংযোগ স্থাপন করা হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে ইজিবাইকে করে ইয়াসিনকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি