ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে যুবককে গলাকেটে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ৩০ এপ্রিল ২০২০

বরিশালের মুলাদীতে ইমরান (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সফিপুর ইউনিয়নের ব্রোজমোহন গ্রামের একটি ক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত ইমরান ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে। দেড় বছর আগে কাতার থেকে দেশে আসেন ওই যুবক।

স্বজনরা জানান, বুধবার খাওয়া-দাওয়া শেষে রাত ১১টার দিকে ঘুমাতে যান ইমরান। কিছুক্ষণ পর তার মোবাইলে কল আসলে কথা বলতে বলতে ঘর থেকে বাহিরে যায়। তবে, রাতে আর ফিরে আসেননি। সকালে স্থানীয়রা বাড়ির কাছেই একটি ফসলি ক্ষেতের পাশে তার গলাকাটা মরদেহ দেখে স্বজনদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক সাংবাদিকদের জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি