ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীরা পেল খাদ্যসামগ্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ৩০ এপ্রিল ২০২০

করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় ১শ প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শহরের কাজি পাড়াস্থ আইডিয়াল স্কুল মাঠে নরসিংদী জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সৈয়দা ফারহানা কাউনাইনের নিজ উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

প্রতিবন্ধীদের কল্যাণে গড়া সংগঠন ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশনের সহযোগিতায় এ সময় প্রত্যেককে ৬ কেজি চাল, ১ কেজি করে ডাল, ছোলা, পেঁয়াজ, আলু ও একটি সাবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সদর উপেজলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মো. লোকমান হোসেন, ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না প্রমুখ। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি