ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-ভাংচুর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২২, ৩০ এপ্রিল ২০২০

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আজও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও ভাংচুর করেছে পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানা ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। এক পর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, কোনাবাড়ী বিসিক শিল্প এলাকার দুরন্ত নীটওয়ার লিমিটেড কারখানার শ্রমিকরা দুই মাসের বেতনের দাবিতে বিক্ষোভ ও ভাংচুর করে। এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এছাড়া মিজু করপোরেশন নামে একটি কারখানার শতাধিক শ্রমিক তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেয়।
 
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি