ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নড়াইলে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০৫, ১ মে ২০২০

নড়াইলে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় দুই এএসআইসহ পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। 

আহতরা হলেন, লোহাগড়া থানার এএসআই কবির হোসাইন ও এএসআই তুহিন, কনস্টেবল জয় দাস, সাইফুল ও রকি। তাদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। 

পুলিশ জানায়, লোহাগড়ার তালবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম ডাকু শেখের ছেলে জাহিদ শেখ (৪১) দিঘলিয়া এলাকার একটি অপহরণ মামলার পলাতক আসামি। বৃহস্পতিবার বিকেলে তালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর জাহিদকে পুলিশের গাড়িতে উঠানোর সময় তার (জাহিদ) পরিবার-পরিজনসহ এলাকার নারী-পুরুষ  ইট, লাঠিসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামি জাহিদকে তারা ছিনিয়ে নেয়। এসময় লাঠির আঘাতে পুলিশের ওই পাঁচ সদস্য আহত হন। 

খবর পেয়ে লোহাগড়া থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে সহকর্মীদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রায় ২০০ নারী-পুরুষ মিলে পুলিশের ওপর হামলার করে আসামি ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা হয়েছে। ছিনিয়ে নেয়া আসামি জাহিদসহ পুলিশের ওপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি