ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এতিমদের পাশে মাশরাফি

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৫, ১ মে ২০২০

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার ৩৪টি এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে এ খাদ্য সহায়তা দেয়া হয়। প্রতিটি এতিমখানার তত্ত্বাবধায়কদের কাছে ৫০ কেজি করে চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। ক্রিকেটাঙ্গনের উপার্জিত টাকায় এসব সহায়তা দেন তিনি। 

মাশরাফি বর্তমানে ঢাকায় আছেন। তবে তার পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ।  

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি