ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় মোকাবেলায় ‘এসো সবাই’ ও ‘আমার ফুডে’র সামাজিক উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ১ মে ২০২০

বিশ্বব্যপী করোনা ভাইরাস সংক্রমণ থেকে জন সাধারণকে রক্ষার জন্য শুরুতে বাংলাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন করা হলেও পরবর্তীতে তা কয়েক দফায় বাড়ানো হয়। আকাশ, নৌ, সড়ক ও রেলসহ সকল প্রকার যানচলাচল বন্ধ রয়েছে। জরুরি জিনিসপত্রের প্রতিষ্ঠান ব্যতীত সকল প্রকার ব্যবসা-প্রতিষ্ঠান, অফিস-আদালত, কলকারখানাও বন্ধ থাকায় অর্থনীতি হয়ে পরে স্থবির।

বিশ্ব খাদ্য সংস্থার সতর্কবাণী অনুসারে, অর্থনীতি এভাবে চলতে থাকলে বিশ্বের অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে। দেশের রাজধানীসহ প্রত্যন্ত অঞ্চলের সব জায়গা থেকেই খাদ্যাভাবে নিম্ন আয়ের মানুষের হাহাকার চোখে পড়ে। এমতাবস্থায় সরকারী বেসরকারি বিভিন্ন উদ্যোগে অনেকেই নিজেদের সাধ্য অনুযায়ী ত্রাণ বিতরণ করছেন অস্বচ্ছল, নিম্ন আয়ের মানুষদের মাঝে। ঠিক তেমনভাবেই নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংস্থা ‘এসো সবাই’ এবং অর্গানিক ফুড শপ ‘আমার ফুড’।

করোনাভাইরাস মোকাবেলার একটি সামাজিক উদ্যোগ ‘এসো সবাই’ এর সহায়তায়  ওয়াটারমার্ক গ্রুপের অংশীদার প্রতিষ্ঠান ‘আমার ফুড’ তাদের বাণিজ্যিক ও উৎপাদন এলাকার তথা উত্তরাঞ্চলেরবেশ কিছু জেলার কৃষক-হতদরিদ্রদের যাতে খাদ্যাভাব না হয় সে জন্য প্রাথমিকভাবে প্রায় ১২শ জনকে খাদ্যদ্রব্য বিতরণ করে। শুধু তাই নয়, বর্তমান এই পরিস্থিতির কারণে খাদ্যাভাবে থাকা পরিবার খুঁজে বের করে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে তারা। এ ধারাবাহিকতায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার দুইশ শিক্ষক পরিবারকেও  খাদ্য সহায়তা দেয়া হবে পরবর্তী ধাপেই।

আমার ফুড থেকে জানানো হয়, সংবেদনশীল এ সময়ে খাদ্য সহায়তা দিতে দরিদ্র পরিবারগুলোর পাশে থাকবেন তারা। সে লক্ষ্যে   মাসব্যপী দশ হাজার মানুষের  নিরাপদ খাদ্য সরবরাহের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জরুরি প্রয়োজনে বাড়িতে বসেই তারা এ সমস্ত সহায়তা যাতে পেতে পারেন সে ব্যবস্থাও নেয়া হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি