ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৬৩০০ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি.

প্রকাশিত : ১৬:৫৩, ১ মে ২০২০

Ekushey Television Ltd.

মহান মে দিবস উপলক্ষে বাগেরহাট জেলার ২১ ট্রেড ইউনিয়নের ৬ হাজার ৩শ’ শ্রমিককে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বাগেরহাট পৌরসভা চত্বরে ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। 

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবুবকর সিদ্দিক, বাগেরহাট বাস মালিক সমিতির সেক্রেটারী আব্দুল বাকি তালুকদার, পৌর কাউন্সিলর আবুল হাশেম শিপনসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু বলেন, প্রতিবছর আমরা জাকজমক পূর্নভাবে মে-দিবস পালন করতাম। এবার করোনা পরিস্থিতিতে তা করতে পারছি না। তবে এই দূর্যোগ মুহুর্তে প্রধানমন্ত্রী যে ৬ হাজার ৩‘শ শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন। তাতে শ্রমিকরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন করোনা পরিস্থিতিতে মে দিবস উপলক্ষে জেলার ২১ টি ট্রেড ইউনিয়নের ৬ হাজার ৩‘শ শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময়ও শ্রমিকদের অতিরিক্ত খাদ্য সহায়তা দিয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি