ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে একজনের মৃত্যু, বাড়ি লকডাউন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৩, ১ মে ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে করোনার উপসর্গ (জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট) নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে
ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় ওই বাড়িটি লকডাউন করেছে প্রশাসন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, উপজেলার সফিপুর বাজার এলাকার একটি চারতলা বাড়িতে পরিবার নিয়ে থাকতেন ওই ব্যক্তি।
করোনার কারণে অফিস আদালত বন্ধ থাকায় তিনি বাসায় ফিরে আসেন। কিছুদিন যাবৎ জ্বর, ঠান্ডা ও শ্বাস কষ্টে
ভুগছিলেন। 

বৃহস্পতিবার রাতে তার অবস্থা আশঙ্কাজন হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া। সেখানেই মারা যান
তিনি। খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা প্রশাসন আজ শুক্রবার সকালে ওই বাড়িটি পুরোপুরি লকলাউন ঘোষণা
করেছে। 

এআই//এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি