ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

কুমিল্লায় নতুন ৩ জনসহ করোনাক্রান্ত ৮০ 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৩, ১ মে ২০২০

কুমিল্লায় নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ৮০ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চান্দিনার ৩ জন।

আজ শুক্রবার পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮০ জন আর মৃত্যুবরন করেছেন চার জন। মৃত ৩ জন দেবীদ্বার ও  ১ জন মেঘনা উপজেলার  বাসিন্দা ছিলেন।

এদিকে আক্রান্ত ৮০ জনের মধ্যে আজকে ৪ জনসহ মোট ১৩ জন সুস্থ্য হয়েছেন। বুড়িচং উপজেলায় ৩ জন ও ব্রাহ্মনপাড়া উপজেলায় ১ জন সুস্থ হয়েছেন। উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবীদ্বারে ১৬ জন, তিতাসে ১১ জন, লাকসামে ১০ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচং এ ৮ জন, চান্দিনায় ৭ জন, মুরাদনগরে ৭ জন বরুড়ায় ৩ জন, মনোহরগঞ্জে ৩ জন, ব্রাহ্মনপাড়ায় ২ জন, সদর দক্ষিনে ২ জন, মেঘনায় ১ জন,  চৌদ্দগ্রামে ১ জন ও হোমনায় ১ জনসহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৮০ জন।

সর্বমোট করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ১৭৮৪ জন। রিপোর্ট প্রাপ্তির ১৬৮৩ জন। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজে তথ্যটি প্রকাশ করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি