ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে ইপিআই সুপারভাইজার করোনায় আক্রান্ত

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৫, ১ মে ২০২০

Ekushey Television Ltd.

ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারভাইজার করোনায় আক্রান্ত হয়েছে। ইতিপূর্বে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানোর পর প্রেরিত রিপোর্টে এই ইপিআই সুপারভাইজারের করোনা পজেটিভ রিপোর্ট আসে। 

এঘটনায় শুক্রবার থেকে সিভিল সার্জন কার্যালয়ের ২০ স্টাফকে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে সরকারী ভাবে জেলায় ৯ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্তের তিন দিনের মাথায় নমুনা সংগ্রহের দ্বিতীয় দফায় পরীক্ষায় পাঠানো হলে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। গত ২৭ এপ্রিল আইইডিসিআর থেকে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাঁর করোনা পজিটিভ এসেছিল। এছাড়াও ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন চিকিৎসকসহ ২০ জন স্টাফের রিপোর্ট নেগেটিভ আসে।

এ অবস্থায় শুক্রবার সকাল থেকে পুনরায় নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। তবে ওই চিকিৎসককে ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। করোনা পজিটিভ চিকিৎসকের তিনদিনের ব্যবধানে পুনরায় নেগেটিভ রিপোর্ট আসলে তাই নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগই দুশ্চিন্তার মধ্যে রয়েছে।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ঝালকাঠি জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে পর্যায়ক্রমে আইইডিসিআরে পাঠানো হচ্ছে। এখনো সবার রিপোর্ট আসেনি তবে এদের কারো শরীরেই করোনার কোন লক্ষণ নেই। বৃহস্পতিবার রাতের রিপোর্টে একজন স্টাফের করোনা পজিটিভ এসেছে। এতে ২০ স্টাফকে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত ইপিআই সুপারভাইজারকে হোমআইসোলেশনে রাখা হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি