ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় ‘আপনার কৃষক’ হটলাইনের ফোনে ধান কেটেছে ছাত্রলীগ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৮, ২ মে ২০২০

ধান কাটছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নেতকর্মীরা- একুশে টেলিভিশন

ধান কাটছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নেতকর্মীরা- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

কুমিল্লার দেবীদ্বারে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে ‘আপনার কৃষক’ হটলাইনে ফোন পেয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে দেওয়া হয়েছে। শুক্রবার দেবীদ্বারের কুরুইন গ্রামের কৃষক রেনু মুন্সীর ৩২ শতক জমির পাকা ধান কেটে মাড়াই করে দেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, ক্রীড়া ও পাঠচক্র সম্পাদক যাদব রায়, সহ-সম্পাদক আনোয়ার হোসেন বাপ্পু, সদস্য মো. আমির হোসেন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাজমুল হাসান প্রমুখ। 

আবু কাউছার অনিক বলেন, ‘এই বৈশ্বিক মহামারী করোনার কারনে কৃষি শ্রমিকের অভাবে ঐ কৃষক তার ৩২ শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলতেই পারছিলেন না। সকালে ‘আপনার কৃষক’ হটলাইন এ ফোন পেয়ে সেটি যাচাই বাছাই শেষে ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগীতায় জমি থেকে তার ধান কেটে মাড়াই করে দিয়েছি।’ 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি