ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অসহায়দের জন্য এমপি তানভীরের ইফতার সামগ্রী উপহার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ২ মে ২০২০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এমপি তানভীর ইমামের নিজস্ব অর্থায়নে করোনা প্রভাবে কর্মহীন দেড় হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দেয়া হচ্ছে। 

আজ শনিবার সকালে সোনতলা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক প্রথম দফায় সাড়ে ৩শ পরিবারের মাঝে এই সহায়তা তুলে দেন তিনি। যা পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একইভাবে বিতরণ করবে স্থানীয় আওয়ামী লীগ।

এসময় উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, রিবলী ইসলাম কবিতা, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জি. শওকত ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ তানভীর ইমাম বলেন, ‘সরকার অসহায়দের পাশে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি-বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। পাশাপাশি চলমান সংকট দূর করতে সরকারি নির্দেশনা মেনে জীবনযাপনের কোনও বিকল্প নেই।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি