ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ২ মে ২০২০

বরিশালে ভ্রাম্যমান আদালত- একুশে টেলিভিশন

বরিশালে ভ্রাম্যমান আদালত- একুশে টেলিভিশন

জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বরিশাল নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সকাল থেকে নগরী বিভিন্ন স্থানে দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। 

নগরীর চৌমাথা মোড়, নথুল্লাবাদ, কাশিপুর বাজার, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, বেটতলা বাজার, নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি দোকানের মালিককে অর্থদণ্ড করা হয়। বিক্রয় মূল্য তালিকা না থাকায় এ দণ্ড দেন ভ্রাম্যমান আদালত। ৭ টি প্রতিষ্ঠান এবং এক জন ব্যক্তিকে মোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। 

এমএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি