ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় নতুন ৪ জন সহ করোনাক্রান্ত ৮৪ 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩১, ২ মে ২০২০

কুমিল্লায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ৮৪ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চান্দিনার ২ জন, মহোহরগঞ্জের ১ জন ও হোমনার ১জন। 

আজ শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮৪ জন আর মৃত্যুবরন করেছেন চার জন। মৃত ৩ জন দেবীদ্বার ও  ১ জন মেঘনা উপজেলার  বাসিন্দা ছিলেন।

এদিকে আক্রান্ত ৮৩ জনের মধ্যে ২২ জন সুস্থ্য হয়েছেন। বুড়িচং উপজেলায় ৩ জন ও উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবীদ্বারে ১৬ জন, তিতাসে ১১ জন, লাকসামে ১০ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচং এ ৮ জন, চান্দিনায় ৯ জন, মুরাদনগরে ৭ জন বরুড়ায় ৩ জন, মনোহরগঞ্জে ৪ জন, ব্রাহ্মনপাড়ায় ২ জন, সদর দক্ষিনে ২ জন, মেঘনায় ১ জন,  চৌদ্দগ্রামে ১ জন ও হোমনায় ২ জনসহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৮০ জন ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি