ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৯, ২ মে ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যৎস্পৃষ্টে কামরুল ইসলাম গাজী (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের মৃত. আজিজুর গাজীর ছেলে। শনিবার সকাল ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনা স্থানে মারা যান। 

ঘটনার প্রত্যক্ষদর্শী বয়ারডাঙ্গা-বটতলা মোড়ের মুদি দোকানদার মো. আব্দুল মাজেদ সরদার সাংবাদিকদের জানান, কামরুল ময়রা (৪৫) নিজ দোকানের পেছনে আলুর বীজবপন করার জন্য মাটি তৈরি করছিলেন। অসাবধানতার কারণে ঝুড়ির আঘাতে বিদ্যুতের তার ছিড়ে তার শরীরে জড়িয়ে পড়লে সে ঘটনা স্থানে মারা যান। 

পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তার মরদেহ বয়ারডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি