ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৬, ২ মে ২০২০

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার বিকেলে ১নং প্লাটফর্মের নিরাপত্তা বেষ্টনীর গ্রিলে গলায় মাফলার দিয়ে বাধা থাকা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে দুইটি ব্যাগ পাওয়া যায়, যার একটিতে জ্যাকেট, কম্বল ও অপরটিতে কাপড় ছিল। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সেতাফুর রহমান জানান, পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
কেআই/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি