ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৪, ২ মে ২০২০

Ekushey Television Ltd.

সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারিকে আটক করেছে বনবিভাগ। সুন্দরবন পূর্ববনবিভাগের সদস্যরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকা থেকে এদেরকে আটক করে। এসময় আটককৃতদের ট্রলার থেকে ১ হাজার ২‘শ ৫০ ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। শনিবার বিকেলে বন আইনে মামলা দায়ের পূর্বক আটকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হল, পিরোজপুর জেলার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের ফজলুল হকের ছেলে মোঃ মনির (২৬) এবং একই উপজেলার পদ্মা গ্রামের আব্দুল খালেক মুন্সির ছেলে মোঃ শফিক (২৮)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বেলায়েত হোসেন বলেন, শুক্রবার (০১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা দুইজন হরিণ শিকারিকে আটক করেছে। এদের কাছ থেকে ১২৫০ ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি