ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৫, ২ মে ২০২০ | আপডেট: ২০:৫৬, ২ মে ২০২০

নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। শনিবার বিকেলের দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের মাঠে ধান কাটার সময় এঘটনা ঘঠে। 

মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার হাজিনগর ইউনিয়নের  কুমারগাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে রবিউল ইসলাম (২৬) ও জিল্লুর রহমানের ছেলে নাজমুল হক (১৮)। আহত দুই জন একই গ্রামের আলাউদ্দিনের ছেলে মিলন (৩২) এবং আব্দুল খালেকের ছেলে শাহিন (১৭)। আহতদেও দুইজনকে উদ্ধার কওে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
  
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার সময় তারা নিজের জমিতে ধান কাটছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম ও নাজমুল হক মারা যান। অপর দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি